মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
“মুজিব বর্ষের আহবান
তিনটি করে গাছ লাগান”
স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে শীলখালি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক স্কুলছাত্র বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগ নেতা, মোঃ রিদুয়ান শেখ এর নেতৃত্বে পেকুয়ায় এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
এই কর্মসূচিতে ফলজ,বনজ এবং ঔষধি গাছের চারা রোপন করা হয়। মুজিব বর্ষের অন্যতম কর্মসূচি হিসেবে এই উদ্যোগ গ্রহন করেন মাননীয় প্রধানমন্ত্রী। বৈশ্বিক বিরূপ জলবায়ু পরিবর্তন মোকাবেলার অন্যতম অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন।
এতে উপস্থিত ছিলেন শিলখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাহাদুর,উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আরফাত মিয়া,ছাত্রলীগ কর্মী সাজ্জাদুল কবির আকাশ,জুনাইদ, বোরহান উদ্দিন প্রমুখ।