চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার অঞ্চলভেদে চলাচলে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে সরকার। আক্রান্ত ও সুরক্ষিত এলাকা আলাদা করে বসানো হবে চেকপোষ্ট। বলা হচ্ছে, রেড জোনের বাসিন্দারা গ্রিন জোনে যেতে পারবেন না। বিশেষ নজরদারিতে থাকবে ইয়েলো জোন। আর চলাচলের এসব বিধি নিষেধ অমান্য করলে নেয়া হবে আইনি ব্যবস্থা।
ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামকে করোনা সংক্রমণের হটস্পট বলা হচ্ছে। এসব এলাকা বা অঞ্চল হতে পারে রেড জোন। ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, রংপুর ও সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা চারশো থেকে সাড়ে সাতশোর মধ্যে। ধারণা করা হচ্ছে তুলনামূলক কম আক্রান্ত এলাকা হবে ইয়েলো জোন। আর যেসব জেলায় সংক্রমণ ঝুঁকি কম তা হবে গ্রিন জোন।
করোনা সংক্রমণ ঠেকাতে এসব জোনের মধ্যে চলাচলে কঠোর হতে চাচ্ছে সরকার, জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
গণপরিবহন চালু রেখেও এসব সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলছেন, প্রয়োজনে ধাপে ধাপে এলাকাভিত্তিক লকডাউন দিতে হবে। তুলে নেয়ার ক্ষেত্রেও ধীর হতে হবে। এক্ষেত্রে আইন বাস্তবায়নে কঠোর হওয়ার কোন বিকল্প দেখছেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা মোজাহেরুল হক।
ভারতও একইভাবে করোনা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে। তিন ধাপে লকডাউন তুলে নিচ্ছে দেশটি। তবে রেড জোনে লকডাউন মানা হচ্ছে বেশ কড়াকড়িভাবেই। ৩০ জুন পর্যন্ত এসব এলাকায় চলাচল একেবারে বন্ধ রাখা হচ্ছে।
©ইন্ডিপেন্ডেন্ট টিভি