মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

কর্ণফুলীতে জেন্টল বয়েস ক্লাবের ঈদ সামগ্রী বিতরন

আপডেট:

আব্দুল কাইয়ুম,
করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া কর্ণফুলীর অসহায়, দুস্থ এবং নিম্নমধ্যবিত্ত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জেন্টল বয়েজ ক্লাব।

সপ্তাহব্যাপী চলা এ কার্যক্রমে উপজেলার মধ্যম শিকলবাহা অহিদীয়া পাড়ার প্রায় ২০০টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় উপকরণ- চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ইত্যাদি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ক্লাবটির সভাপতি মোহাম্মদ ইকবাল বলেন, এই করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করতে পারাই আমাদের এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে মানুষের জন্য কাজ করে যেতে চাই।

তিনি আরো বলেন, প্রতিবছরই আমরা এলাকার অসহায় ও গরিব পরিবারগুলোকে ঈদসামগ্রী বিতরন করে থাকি। সমাজের সকল উচ্চশ্রেণীর মানুষদের এভাবে সাহায্যে এগিয়ে আসা উচিত।
কর্মসূচীতে ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত