সংবাদ বিজ্ঞপ্তি,
পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়নের ২০০ ছাত্রলীগ কর্মীকে ঈদ উপহার দিয়েছে পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিটন।
২২মে শুত্রবার তৃতীয় ধাপে এইসব উপহার বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন ফরহাদ, সহ-সভাপতি রবিউল হোসেন ইবলু, উপ-সম্পাদক কাজী আনিসুল ইসলাম আনিস, জেলা সদস্য মোহাম্মদ শাহেদ, উপজেলার সাবেক যুগ্ন-সম্পাদক তারেক হোসেন, নজরুল ইসলাম, আবদুর রহিম চৌ, নইমুল শোভন, হাবিলাসদ্বীপ ছাত্রলীগের সভাপতি জেকিস বড়ুয়া, কেলিশহর ইউনিয়নের সভাপতি জুয়েল দে জয়, ধলঘাট ইউনিয়নের সভাপতি জুয়েল নাথ পাপ্পু, হুলাইন ছালেনুর কলেজের সভাপতি আতিফুল ইসলাম আতিফ, সরওয়ার হোসাইন অভি, জয়নাল চৌধুরী, আতিফ ইসলাম, সাজ্জাদ হোসাইন প্রমুখ।
এসময় আমিনুল ইসলাম লিটন বলেন, ছাত্রলীগের কর্মীরা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্থ হাতিয়ার। প্রধানমন্ত্রীর ঘোষণা অসহায় মানুষের পাশে থাকার। স্বল্প আয়ের মানুষের পাশে থাকার পাশাপাশি ছাত্রলীগের কর্মীদের সামান্য কিছু ঈদ উপহার দেয়ার চেষ্টা করেছি।