মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

মানবতার ফেরিওয়ালা হাজী মফজল সন্তানেরা

আপডেট:

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
ফটিকছড়ি উপজেলার ৫নং হারুয়ালছড়ি ইউনিয়নের আলহাজ্ব মফজল চৌধুরীর তিন সুযোগ্য দানবীর সন্তান এনাম চৌধুরী, জয়নাল আবেদীন চৌধুরী, কামাল চৌধুরীর উদ্যোগে চার ধাপে ৪০০০ পরিবারের কাছে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

চৌধুরী ভ্রাতৃত্রয় প্রত্যেকেই প্রবাসী। নিজেদের পরিশ্রমের অর্থে এই করোনা সংকটকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। হারুয়ালছড়ি ইউনিয়নের প্রত্যেকের মুখে মুখে চৌধুরী ভাইদের সুনাম ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে এনাম চৌধুরী’কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা নিজেরা তো কিচ্ছু করছিনা। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে অসহায় মানুষদের পাশে থাকার তৌফিক দিয়েছেন; তাই চেষ্টা করছি এই বিপদে মানুষের পাশে দাঁড়ানোর।” তিনি আরো বলেন, “বিপদেই মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায়।” সেই সাথে তিনি এলাকার অন্যান্য ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

চৌধুরী ভ্রাতৃত্রয়ের এ উদ্যোগের প্রশংসা করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক হারুয়ালছড়ি’র মূল উদ্যোক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থী ইমাম হোসেন বলেন, “এনাম ভাইদেরকে আমি খুব কাছ থেকে দেখেছি। এমন নিরহংকারী, পরোপকারী মানুষ খুব কম হয়। বিপদে পড়লে উনাদের কাছে খালি হাতে কেউ ফেরেনা।”

বিজ্ঞাপন

ঈদ সামগ্রী বিতরণের সময় ২নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাজিবুল হাসান রোমান এবং রাইহান আবিদ; ৩নং ওয়ার্ডে মাস্টার মোহাম্মদ ইলিয়াছ এবং মোহাম্মদ বাবর; ৪নং ওয়ার্ডে মোহাম্মদ মাহমুদ, আকবর, হাতেম সিকদার, ইমাম হোসেন, শাহজাহান; ৫নং ওয়ার্ডে তাহের চৌধুরী, জুয়েল রাকিব, শফি, মোহাম্মদ ফোরকান; ৬নং ওয়ার্ডে জসিম মেম্বার; ৭নং ওয়ার্ডে করিম মঈনু, গুরো মেম্বার, শফিউল বশর আরমান; ৮নং ওয়ার্ডে রিয়াজ মোহাম্মদ নুরুল রাব্বী, মীর জুবাইদুল আকিব; ৯নং ওয়ার্ডে রফিক মেম্বার, রমজান আলী, সৈকত মুৎসুদ্দী।

উল্লেখ্য যে, চৌধুরী ভ্রাতৃত্রয়ের ঈদ উপহারসামগ্রী প্যাকেজিংয়ের দায়িত্বে ছিলো ‘মানবিক হারুয়ালছড়ি।’

এনাম চৌধুরী, জয়নাল আবেদীন চৌধুরী, কামাল চৌধুরী ভ্রাতৃত্রয় সকলের কাছে দোয়া চেয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত