আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারা-কর্নফুলী আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পোর্টালে নেতিবাচক সংবাদ এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক সংবাদ পরিবেশনের বিরুদ্ধে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদ আনোয়ারা শাখার যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন করেছেন।
আজ রবিবার (১৭ মে) দুপুর ১ টায় আনোয়ারা উপজেলা পরিষদের হল রুমে অনুষ্টিত সংবাদ সম্মেলনে ভিড়িও বক্তব্য পাঠ করেন আনোয়ারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু মৃনাল কান্তি ধর।
তিনি বলেন গত ১৬ মে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টারে ইউনিয়ন পরিষদের জায়গা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে অনলাইন পোর্টালে সংবাদটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন ষড়যন্তমূলক সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
চট্টগ্রাম জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবু অসীম কুমার দেব বলেন, বৈরাগ ইউনিয়ন পরিষদের জায়গা সংক্রান্ত ঘটনার ইতিমধ্যে সুষ্ঠু তদন্তের জন্য আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার পদক্ষেপ গ্রহন করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে বলে আমরা আশা করতেছি।
আনোয়ারা সনাতনী সম্প্রদায়ের পাশে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সাহেব সবসময় ছিল আছে এবং থাকবে। পরবর্তীতে এই ধরনের নেতিবাচক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি উস্কানিমুলক সংবাদ হতে বিরত থাকার জন্য অনুরোধ করেন, অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আনোয়ারা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু বলেন, ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর বলিষ্ট নেতৃত্বে ধর্মীয় সংখ্যালঘু সহ জনসাধারনের পাশে থেকে সকলে সহযোগিতায় উপজেলার সর্বত্রই উন্নয়ন ঘটিয়ে আসছে।
সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পুজা কমিটির সাধারণ সম্পাদক বাবু অসীম কুমার দেব, আনোয়ারা উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান বাবু মৃনাল কান্তি ধর,আনোয়ারা হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি বাবু হরিপদ চক্রবর্তী প্রশান্ত,আনোয়ারা উপজেলা পুজা কমিটির সভাপতি বাবু সুগ্রীব মজুমদার দোলন,আনোয়ারা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বাবু সাগর মিত্র, আনোয়ারা উপজেলা পুজা কমিটির সাবেক সাধারন সম্পাদক এবং আনোয়ারা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু, আনোয়ারা উপজেলা পুজা কমিটির সাধারন সম্পাদক নিউটন সরকার সহ, সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।