বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

রাজস্থলীতে দুই পাহাড়ী গ্রামবাসীকে অস্ত্রের মুখে অপহরণ করেছে সন্ত্রাসীরা

আপডেট:

রাজস্থলী, রাঙ্গামাটি প্রতিনিধি:
রাজস্থলী উপজেলাতে অস্ত্রের মুখে দুই পাহাড়ী গ্রামবাসীকে তুলে নিয়ে গেছে আঞ্চলিকদলীয় পাহাড়ি সন্ত্রাসীরা। এতে অপহরণের শিকার দু’জন হলেন বাবু শিসু মারমা(৫০) ও শুমেউ মং মারমা(৫২) নামে জানা যায়। শুক্রবার ভোররাতে গাইন্দ্যা ইউনিয়নের চুশা মারমা পাড়া নামক স্থানের এই ঘটনা ঘটায় কয়েকজন সন্ত্রাসীরা।

এ ব্যাপারে ২নং গাইন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উথান মারমা ঘটনা সত্যতা সু-নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, অপহৃতরা কোনো রাজনীতির সাথে জড়িত ছিলোনা আর কে বা কাহারা এই ঘটনা ঘটিয়েছে সেটি সঠিক বলতে পারবোনা।

বিজ্ঞাপন

কয়েকজন স্থানীয় এলাকাবাসী সূত্রে ও অপহৃতদের পরিবার স্বজনদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, রাতের বেলায় একদল সশস্ত্র মুখোশধারি সন্ত্রাসী হামলা চালায় চুশাক মারমা পাড়া এলাকায়। এসময় মুখোশধারী সন্ত্রাসীরা নিজ নিজ ঘর থেকে ডেকে তুলে বাবু শিসু মারমা, ৫০ (পিতাঃ মৃত্যু মংউলায়ু মারমা, এবং শুমেউ মং মারমা, ৫২ (পিতাঃ অজ্ঞাত) এই দুইজনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে অজ্ঞাত অরণ্য স্থানের দিকে নিয়ে যায়।

এঘটনায় বিষয়ে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহাম্মদ খান জানান, আমরা ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। যদি লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে পুলিশ প্রশাসন।
এর পর স্থানীয় দায়িত্বশীল সূত্রে জানায়, উক্ত এলাকা টি মারমা লিবারেশন পার্টি অধ্যুষিত এলাকা। উক্ত দুই ব্যক্তি সেই দলের সদস্য এমন সন্দেহ থেকে পিসিজেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা তাদেরকে অপহরণ করে নিয়ে গেছে বলে ধারনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত