রবিবার, আগস্ট ১৭, ২০২৫

৬ষ্ঠ-৯ম শ্রেনীর শিক্ষার্থীদের মূল্যায়ন এসাইন্টমেন্টে

আপডেট:

মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে এ বছর মূল্যায়ন করা হবে বলে আগেই জানানো হয়েছিল। কিন্তু কীভাবে তা করা হবে, সে ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না। এবার পদ্ধতিও ঠিক করে দিয়েছে সরকার। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সেখানে বলা হয়েছে, প্রতি সপ্তাহে একজন শিক্ষার্থীকে তিনটি অ্যাসাইনমেন্ট করতে হবে এবং তা জমা দিতে হবে। এক্ষেত্রে পাঠ্যপুস্তক অনুসরণ করে উত্তর লিখতে হবে এবং কোনো নোট বা গাইড বই দেখা চলবে না। অন্যের লেখা নকল করেও অ্যাসাইনমেন্ট জমা দেয়া যাবে না।
নির্ধারিত বিষয়ের অ্যাসাইনমেন্ট জমা নেয়া, মূল্যায়ন, পরীক্ষকের মন্তব্যসহ সেটি শিক্ষার্থীকে দেখানো এবং প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ করতে হবে।

বিজ্ঞাপন

প্রতি সপ্তাহের শুরুতে ওই সপ্তাহের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্টের বিষয় জানিয়ে দেয়া হবে এবং সপ্তাহ শেষে সেগুলো জমা দিতে হবে। শিক্ষার্থীরা নিজেরাই শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে এগুলো জমা দিতে পারবে অথবা অভিভাবক বা অন্য কারো মাধ্যমে বা অনলাইনেও জমা দেয়া যাবে। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট ঠিক করা হয়েছে।

অ্যাসাইনমেন্টের আওতায় ব্যাখ্যামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, প্রতিবেদন প্রণয়নের মতো কাজ রাখা হয়েছে। সাদা কাগজে নিজের হাতে লিখতে হবে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের নিজস্বতা, স্বকীয়তা, সৃজনীলতা যাচাই করা হবে। তাই অন্যের লেখা নকল করে জমা দেয়া যাবে না। এ ক্ষেত্রে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত