বুধবার, আগস্ট ১৩, ২০২৫

১-০ তে সিরিজ জয় বাংলাদেশের!

আপডেট:

তাহমিদ লিয়াম,
নেপালের বিপক্ষে সিরিজের ২য় ম্যাচটি গোল শূন্য ড্র করে মুজিব বর্ষ ফিফা ফ্রেন্ডলি ইন্টারন্যাশনাল সিরিজ ১-০ তে জিতে নিল বাংলাদেশ!

বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম ম্যাচের মতো আজ একেবারেই খেলতে পারেনি জামাল-জীবনরা। বরং বলতেই হবে, প্রথমার্ধে কোন গোল হজম না করাটাই সৌভাগ্যের ব্যাপার ছিল জেমি ডের শীর্ষদের।

বিজ্ঞাপন

যদিও করোনায় আক্রান্ত হওয়ার কারণে এদিন অবশ্য ডাগ আউটে ছিলেন না এই ইংলিশ হেড কোচ।

দূর্বল আক্রমণের দিনে দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও ফুটবলারদের বলের উপর কন্ট্রোল কিংবা পাসিং অ্যাক্যুরেসি ভুগিয়েছে দলকে যা কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে নিশ্চয়ই একটি দুশ্চিন্তার কারণ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রথম ম্যাচে নাবিব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিলের দূর্দান্ত দুটি গোলে ২-০ ব্যবধানে জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত