সোমবার, আগস্ট ১৮, ২০২৫

হেলো ওসি খাবার নেই, কাপ্তাই থানার ওসি খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে গেল

আপডেট:

মাহফুজ আলম, কাপ্তাইঃ
করোনা ভাইরাসের প্রভাবে অঘোষিত লকডাউন মেনে চলছে কাপ্তাইয়ের অধিকাংশ মানুষ, ফলে বাসা – বাড়ী থেকে বের হতে না পারায় অর্থাভাবে পড়ে খেটে – খাওয়া মানুষেরা, এক পর্যায়ে ২১ এপ্রিল মঙ্গলবার খাদ্যসামগ্রী কিনতে অক্ষম হলে – হেলো ওসি খাবার নেই বলে কাপ্তাই থানায় মোবাইল ফোনে জানান বলে ওসি নিশ্চিত করেন।

এ ব্যাপারে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন এ প্রতিনিধিকে বলেন সাহায্য করা নৈতিক দায়িত্ব মনে করে নিজ উদ্যোগে ব্যাক্তিগত বেতনের টাকা থেকে খাদ্যসামগ্রী ক্রয় করে সাধ্য মোতাবেক কয়েকটি পরিবারের মাঝে বিতরন করি।
ক্যাপশন ; কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নিজেই খাদ্যসামগ্রী বহনকারী এবং দাতা,

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত