সোমবার, আগস্ট ১৮, ২০২৫

হারুয়ালছড়িতে গৃহবন্দী হতদরিদ্র ১৭০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ত্রাণ বিতরণ

আপডেট:

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
কোভিট-১৯ (করোনা ভাইরাস) প্রাদুর্ভাবে গৃহবন্দী হয়ে পড়েছে মানুষ, বন্ধ হয়ে গেছে একমাত্র আয়ের উৎস, এমতাবস্থায় ফটিকছড়ির হতদরিদ্র, মধ্যবিত্ত ও প্রবাসী যারা এখনো কোন ধরণের সরকারি বা বেসরকারি কোন সংস্থা থেকে সহযোগিতা পাননি ও যারা লজ্জায় বলতেও পারছেন না আবার সইতেও পারছেন তাদের তালিকা করে ২ হয় দাপে ১৭০০ বেশি পরিবারের মাঝে প্রবাসী তিন সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ এনামুল হক চৌধুরী, মুহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরী ও মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত তহবিল ইফতার সামগ্রী এবং ত্রাণ সামগ্রী দেওয়া

সোনবার (২০ এপ্রিল) প্রথম পর্যায়ে হারুয়ালছড়ি ১ ও ৩নং ওয়ার্ড হতদরিদ্র, মধ্যবিত্ত ও প্রবাসী ৩০০ পরিবারের মাঝে তালিকা অনুযায়ী ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন এনামুল হক চৌধুরী, মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী ও তার সহযোগীরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে এনাম হক চোধুরীর ও কামাল চৌধুরীর জানান, আমার লক্ষ্য এবং উদ্দেশ্য আমি অসহায় মানুষদের নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত