শনিবার, আগস্ট ১৬, ২০২৫

হযরাত চারপীর আউলিয়া( রাঃ) এর ২৪৫ তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

আপডেট:

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারা উপজেলার বখতিয়ার পাড়া হযরাত চারপীর আউলিয়া ( রাঃ ) ২৪৫ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার(১১) মার্চ শাহী আকবরী জামে মসজিদ প্রাঙ্গণে ওরস মাহফিল সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

হযরত চারপীর আউলিয়া ( রাঃ ) নামে প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক বিভিন্ন এলাকা থেকে আগত ভক্ত ও অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহনে দিনরাত ব্যাপী পবিত্র কোরআন খতম, খতমে গাউসিয়া শরীফ , খতমে খাজেগান ও বাদে এশা আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

উক্ত মাহফিল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরত ভোলা শাহ রহ: দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ওসমান গনি।

বিজ্ঞাপন

এতে সভাপতিত্ব করেন শাহী আকবরী জামে মসজিদের খতিব মাওলানা কাজী মুহাম্মদ জাফর।

প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন আল্লামা গাজী মুহাম্মদ গাজী মুহাম্মদ তামিম বিল্লাহ আল কাদেরী- সাফিন আলী জামে মসজিদ ,দেওভোদ,নারায়গন্জ

বিশেষ বক্তা হিসাবে উপস্হিত ছিলেন মাওলানা কাজী আব্দুল হান্নান সাহেব অধ্যক্ষ -বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া রহ: আলীম মাদ্রাসা,হযরত মাওলানা আবদুল মান্নান মুনিরী অধ্যক্ষ-পশ্চিম গুজরা মুনিরিয়া দারুচ্ছুন্নাহ সিনিয়র মাদ্রাসা,রাউজান।মাওলানা সোলয়মান আনোয়ারী,মাওলানা ছাবের আহমদ ,মাওলানা মোজাহেরুল ইসলাম ,মাওলানা মোবারক আলী ,মাওলানা ইব্রাহিম ,মাওলানা মুহাম্মদ তাহের প্রমুখ।

বক্তারা আউলিয়ায় কেরামগনের আর্দশিক জীবন গড়ার তাগিদ দেন।পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় মুনাজাতের মাধ্যমে এ বছরের ওরশ শরীফ সমাপ্ত হয়।

উল্লেখ্য চট্রগ্রামের একটি ঐতিহ্যবাহী ও সু প্রাচীন মাজার বিগত ২৪৫ বছর ধরে এই ওরশ শরীফ পালিত হচ্ছে ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত