শনিবার, আগস্ট ১৬, ২০২৫

স্বাগতিকদের হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে টাইগাররা

আপডেট:

খেলাধুলা ডেস্কঃ
পচেমস্ট্রমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে সেমিফাইনালের টিকেট কাটলো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। টাইগার যুবা রকিবুল হাসানের বোলিং নৈপূন্য প্রোটিয়াদের মাত্র ১৫৭ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

এদিকে ম্যাচে আগে ব্যাট করা বাংলাদেশ করেছিল নির্ধারিত পঞ্চাশ ওভারে ২৬১ রান। ওপেনার তানজিদ হাসানের ৮০, শাহাদাত হোসাইনের ৭৪ এবং তৌহিদ হৃদয়ের ফিফটিতে মাঝারি সংগ্রহ পায় টাইগাররা। টাইগারদের ২ উইকেট তুলে নিয়ে দক্ষিন আফ্রিকার সেরা বোলার পিকু মলেচসেন।

বিজ্ঞাপন

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশী যুবাদের বোলিং তোপে শুরুতেই কেঁপে উঠে স্বাগতিকদের ব্যাটিং লাইন-আপ। ৪২.৩ ওভার খেলতেই সবকটি উইকেট বিলিয়ে দেয় তারা। দলীয় সংগ্রহ তখন ১৫৭। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেছেন লুকি বিউফোর্ট। এছাড়া ওপেনার জনাথন বার্থ এর ব্যাট থেকে আসে ৩৫ রান।

টাইগার বোলারদের মধ্যে রকিবুল হাসান একাই শিকার করেন প্রোটিয়াদের পাঁচ উইকেট। ২টি উইকেট পেয়েছেন তানজিদ হাসান সাকিব। ১টি করে উইকেট শরীফুল এবং শামীমের।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত