বুধবার, আগস্ট ১৩, ২০২৫

স্বপ্নতরী-৭১’র কম্বল প্রজেক্ট-২০১৯ এর ২য় ধাপ সম্পন্ন

আপডেট:

জাবেদ ভূঁইয়া, মিরসরাই:
মিরসরাইয়ের সামাজিক সংগঠন স্বপ্নতরী-৭১’র শীতকালীন কর্মসূচি “কম্বল প্রজেক্ট-২০১৯” এর দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে মিঠাছরা উচ্চ বিদ্যালয় হল রুমে প্রায় ৫০ জন গরীব ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে এই কর্মসূচি অনুষ্টিত হয়।
স্বপ্নতরী-৭১’র সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুন নবী সঞ্চলনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্মীয় সম্পাদক সিহাব উদ্দীন, প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন, মিরসরাই এসোসিয়েশনের দপ্তর সম্পাদক এম.এইচ. ইকবাল, উপজেলা ছাত্রলীগের ধর্মীয় সম্পাদক সাফায়েত রিপন, জামশেদ আলম, জসীম খন্দকার, মামুন হোসেন, মোশাররফ হোসেন তারেক।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোরহান হোসেন, তাসকিন আহমেদ, হৃদয় দাশ, মেহরাব হোসেন, জাবেদ হোসেন, মনজু, সমিনুল ইসলাম, সাখাওয়াত হোসেন, ইমন হোসেনসহ প্রমূখ।

বিজ্ঞাপন

এর আগে গত ২৫শে ডিসেম্বর আবুতোরাব উচ্চ বিদ্যালয় হল রুমে কম্বল প্রজেক্ট-২০১৯ এর প্রথম ধাপ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৫০টি কম্বল গরীব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক নুরুন নবী বলেন, আমাদের কর্মসূচিতে সার্বিক সহযোগীতা করেন মিরসরাই উপজেলা ইউএনও রুহুল আমীন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত