সোমবার, আগস্ট ১৮, ২০২৫

স্থানীয় জনতার হাতে দেশীয় মদসহ আটক ১, থানায় হস্তান্তর।

আপডেট:

মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালীঃ
বাঁশখালী জলদী পৌরসভার ৬ নং ওয়ার্ড রুহুল্লারহাট থেকে দেশীয় মদসহ একজনকে আটক করে স্থানীয় লোকজন পুলিশের কাছে হস্তান্তর করেছে। ২৬ আগষ্ট ২০১৯ (সোমবার) সন্ধ্যা আনুমানিক ৮ ঘটিকার সময় এ ঘটনাটি ঘটেছে। একটি অটোরিকশায় করে মদ নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সন্দেহ হলে তাকে আটক করে পরে থানা পুলিশকে খবর দেয়।

বাঁশখালী থানার এস আই নাজমুল হাসান এর নেতৃত্বে পুলিশের দল ঘটনাস্থলে এসে আটক ব্যাক্তি ও তার সাথে থাকা প্রায় ৬০ লিটার দেশীয় মদ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মদসহ আটকৃতের নাম লিটন দেব বলে জানা যায়, সে বাঁশখালী থানাধীন পৌরসভার শ্রী-রাম মহাজনপাড়ার ৮ নাং ওয়ার্ডে বাসিন্দা বিশ্বনাথ দেব এর পুত্র বলে জানা যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার বলেন, ৬০ লিটার দেশীয় মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বাঁশখালী থানা কর্তৃক সার্বক্ষণিকভাবে মাদকদ্রব্য নিয়ে অভিযান পরিচালিত হচ্ছে। সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে অটল, বাঁশখালী থানা সব সময় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। দেশীয় মদসহ আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত