বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

‘সোস্যাল ফাইটার্স অফ বাংলাদেশ’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ সম্পন্ন

আপডেট:

আসিফ ইকবাল,
করোনার এই কঠিন সময়ে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ সম্পন্ন করেছে সোস্যাল ফাইটার্স অব বাংলাদেশ।

চট্টগ্রাম নগরীর ব্যস্ত এলাকা বহদ্দারহাটে এরিয়ায় ২০০ জনকে ঈদ সামগ্রী বিতরন করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে সাদনান করিম এর সভাপতিত্বে ও ইফতেছাম ছালেহ রাফি সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক, গোলাম হোসেন ফাউন্ডেশনের পরিচালক আবু সুফিয়ান, বিশিষ্ট সমাজসেবক, “বন্ধন” এর সাবেক সফল সভাপতি রাশেদুল আনোয়ার খান, মহানগর ছাত্রলীগের উপ ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হুমায়ন কবীর, সমাজসেবক ও ব্যবসায়ী ফরিদুল আলম,ছাত্রনেতা জামশেদুল আলম আরমান,

বিজ্ঞাপন

এতে আরো উপস্থিত ছিলেন সংঘটনের সিনিয়র সহ-সভাপতি ইফতেছাম ছালেহ রাফি, সাধারণ সম্পাদক আফলা হোসেন আলভি, সহ-সাধারণ সম্পাদক সাদনান করিম, অর্থ সম্পাদক রাকিব, সাংঘটনিক সম্পাদক জিশান,প্রচার সম্পাদক আরিফুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিল সাইদুল, সামির, নাফিস, রাকিব, তাছিন, সাফাত, জিহাদ, রাব্বি

এই কার্যক্রম নিয়ে সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক সাদনান করিম বলেন, সংগঠনের বছরপূর্তী বিবেচনা করে ও করোনার সময়ে কিছু অসহায় ও পথচারীর মাঝে আমাদের এই ঈদ উপহার বিতরন। ইনশাআল্লাহ আমরা সামনে আরও বড় পরিষরে করবো।

সংগঠনটি নানা মুখী কার্যক্রমের মাধ্যমে তাদের প্রথম বর্ষ পূর্তি করেছে এবং নানা মহলে প্রশংসিত হয়েছে

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত