মোহাম্মদ রাকিবুল ইসলাম,
সোনাকানিয়া ৪নং ওয়ার্ডের পশ্চিমের রাবার বাগান পাহাড়ে মৈত্তাতলি এলাকায় টিনসিট ঘরে ৯০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এই লোকটাকে আজ দুপুর ২টার দিকে নব নির্বাচিত আইয়ুব মেম্বার ও এলাকার কয়েকজন সচেতন নাগরিকের সহযোগিতায় আটক করে সাতকানিয়া থানার এস.আই মুজিবুল রহমান।
উল্লেখ্য যে,ইয়াবা টেবলেট বহনকারীকে আটক করা সম্ভব হলেও বিক্রেতারা পালিয়ে যাওয়ায় বিক্রেতাদের আটক করা সম্ভব হয়নি। নব নির্বাচিত মেম্বারের এই কাজে খুশি জনগণ।