নাঈম আহমেদ কপিল,
অনুষ্টানটি সার্বিক ব্যবস্হাপনায় দায়িত্বে রয়েছে হযরত পন্থীশাহ (রঃ) কমপেক্স কতৃপক্ষ। অনুষ্টানটি অনুষ্টিত হয় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় এর উত্তর পাশে পন্থীশাহ (রঃ) কমপেক্স এর মাঠে।
সকালে অনুষ্টিত হয় হুফফাজুল কুরআন প্রতিযোগতা। এই হুফফাজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ১০০ এর বেশি প্রতিযোগী। পরে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।দিনব্যাপী ক্বিরাত সম্মেলন এ প্রধান ক্বারী হিসেবে উপস্থিত ছিলেন , শাইখ আহমাদ বিন ইউসুফ অাল আযহারী, ভারত থেকে আগত ক্বারী শাইখ মনজুর আহমদ ও ক্বারী শাইখ তোফায়েল আহমদ।
অনুষ্টানটি সার্বিক ব্যবস্হাপনায় দায়িত্বে রয়েছে হযরত পন্থীশাহ (রঃ) কমপেক্স কতৃপক্ষ।