মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

সীতাকুণ্ডে ৭,৬৭৭ জন ২৫০০টাকা করে পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা

আপডেট:

নাঈম আহমেদ কপিল,
করোনা ভাইরাস বিস্তার রোধে দেশে এখনো চলছে লকডাউন। আর এ কারণে দেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়েছে। তবে এই সকল কর্মহীন মানুষদেরকে দেশের অনেক বিত্তবান লোক নানা ভাবে সহায়তা করছেন। একই সাথে দেশের রাজনৈতিক ব্যক্তির সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। করোনার কারণে সারাদেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারকে এবার এককালীন আড়াই হাজার টাকা করে দেয়ার জন্য এক হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। ইতি মধ্যে অনেকে এই টাকা পেয়েছেন। তালিকায় থাকা অন্যরাও পযায়ক্রমে পাবেন।

যারা পাবেন প্রধানমন্ত্রীর এই অর্থ সহায়তা তারা হলেন রিক্সাচালক, ভ্যান চালক, মিনমজুর, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোল্ট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকসহ পরিবহন শ্রমিক, হকারসহ নানা পেশার মানুষকে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

তবে এই নগদ অর্থ সরাসরি মোবাইলে মাধ্যমে আসার কারণে অনিয়ম না হওয়ার সম্ভাবনা বেশী। ইতি মধ্যে মোবাইল সিম যাচাই কাজ শুরু হয়েছে। একই মোবাইল নম্বর একাধিক বার থাকলে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

সীতাকুণ্ডে একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে পেয়েছেন ভিত্তিক ৭৬৭৭সৈয়দপুর- ৬১০, বারৈয়ারঢালা-৫৬৪, সীতাকুণ্ড পৌরসভা-৮৬০, মুরাদপুর-৫৮৯, বাড়বকুণ্ড-৬৭১, বাঁশবাড়িয়া-৪৩৬, কুমিরা-৭৭৪, সোনাইছড়ি-৯৮১, ভাটিয়ারী-১১০২ ও ছলিমপুর-১০৯০জন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত