নাজমুল হাসান, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি:
জমি বিরোধের জেরে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিবেশীকে হত্যার ঘটনায় করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেনীর ছাগলনাইয়া থানার দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- আবুল মুনছুর ওরফে মিলন (৩০), তার বাবা মো. মামুন (৬৫) এবং মা নুরুন্নাহার বেগম ওরফে মিনা (৫০)। তাদের সকলে সীতাকুণ্ডের হাক্কানী বাড়ির দক্ষিণ বগাচতর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার আবুল মুনছুর মিলনদের সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ চলছিল একই এলাকার মোহাম্মদ সুমনের (৩৮)। গত ৮ আগস্ট অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী সুমনের ওপর হামলা চালায়। এসময় গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে আইসিইউ বেড খালি না থাকায় তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ১০ আগস্ট রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে ফেনীর ছাগলনাইয়া থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।