সোমবার, আগস্ট ১৮, ২০২৫

সীতাকুণ্ডে জমানো তিন লক্ষ টাকার ত্রাণ বিতরণ করলেন এক শ্রমিক

আপডেট:

নাঈম আহমেদ কপিল,
প্রথম দফায় ১০০ পরিবারের মাঝে এবং আজ দ্বিতীয় দফায় ২৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। আজ বৃহস্পতি বার (২৩ এপিল) দুপুর তিনটায় উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্তমান বাসিন্দা নিজাম ফায়ার ম্যান নিজের জমানো সঞ্চয় খেটে খাওয়া মানুষের মাঝে বিলিয়ে দেন। খাদ্য সামগ্রীর মাঝে ছিলো চাল,ডাল , তেল, লবন, ছোলা, চিড়া। এছাড়া তিনি নগদ অর্থ ও প্রদান করেন।

নিজাম ফায়ার ম্যান চার বছর আগে খুবই অসুস্থ ছিলেন। তিনি তখন বেঁচে থাকার আশা ছেড়ে দিয়ে ছিলেন। পরে তিনি সুস্থ হয়ে যায়। বর্তমানে তিনি এবং তার ছেলে শীতালপুর অটো রি রোলিং মিঃ এ ৩০ হাজার টাকা বেতনের চাকুরী করছেন।

বিজ্ঞাপন

নিজাম ফায়ার ম্যান জানান, পৃথিবীতে যদি বেঁচে থাকতে না পারি তাহলে টাকা পয়সা দিয়ে করি করবো। হয়তো মানুষের উপকার করার সুযোগটা নাও পেতে পারি। যদি বেঁচে থাকি টাকা পয়সা ইনকাম করতে পারবো।

স্থানীয় ইউপি সমস্য জহুর আলম জানান, নিজাম ফায়ার ম্যান আমার ভাড়া বাসায় বিগত ২০ বছর ধরে বসবাস করে আসছে। তার মতো এমন উদার মনের মানুষ আমি খুব কম দেখেছি। আল্লাহ যেন তার দান গুলো কবুল করে। সারা জীবন যেন এমন ভাবে মানুষের পাশে দাঁড়াতে
পারে।

বিজ্ঞাপন

সাধারণ মানুষ মনে করছে নিজাম ফায়ার ম্যান এর এমন উদারতা সমাজের দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত