বিনোদন ডেস্ক, রাকিব উদ্দিন:
নারী নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র বিশ্বসুন্দরী।পর্দায় জুটি হিসেবে নিয়ে আসছেন এ প্রজন্মের অন্যতম দুই জনপ্রিয় অভিনয়শিল্পী পরীমনি এবং সিয়াম আহমেদ। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।
বিশ্বসুন্দরী এর আগে একাধিক বার মুক্তির দিন-ক্ষণ শোনা গেলেও শেষ পর্যন্ত তা-চুড়ান্ত হয়নি।অবশেষে জানা গেল সান মিউজিক এন্ড মোশন পিকচার লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার মুক্তির দিন-ক্ষণের খবর। সবকিছু ঠিক থাকলে বিজয় দিবস উপলক্ষে আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমাটি।
নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, আমার প্রথম সন্তানের জন্ম হচ্ছে। একজন মায়ের যে অনুভূতি হয়, আমার সেই অনুভূতি হচ্ছে এখন। আগামীকাল আমার জন্মদিন। এটা আমার জন্মদিনের সেরা উপহার।
‘বিশ্বসুন্দরী’ সিনেমার প্রযোজনা সংস্থার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু বলেন,বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ এখনো বিদ্যমান। তবে আমরা মনে করি, সিনেমা হল বাঁচিয়ে রাখার স্বার্থে এ মুহূর্তে সবাইকে নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা এ সময়ে বড় বাজেটের ছবিটি মুক্তি দেওয়ার সাহস করছি। আশা করছি, অন্য প্রযোজকও এগিয়ে আসবেন। দর্শকের উদ্দেশে শুধু একটি অনুরোধই করব, আপনারা স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হলে আসুন। যেসব প্রেক্ষাগৃহ স্বাস্থ্যবিধি মেনে সিনেমা প্রদর্শন করছে, শুধু তাদের ছবিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আমরা নিজেরাও সর্বোচ্চ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করব।
রুম্মান রশীদ খান বলেন,এর আগে স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তির কথা থাকলেও দেশব্যাপী লকডাউন শুরু হওয়ার কারণে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এবার তাই আমরা চাইছি, বিজয় দিবসের সপ্তাহে দর্শক স্বাস্থ্যবিধি মেনে ছবিটি দেখতে আসুক।
‘বিশ্বসুন্দরী’ সিনেমার মূল চরিত্রে পরীমনি ও সিয়াম আহমেদ ছাড়া আরো অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ আরো অনেকে।
জুঁই নিবেদিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার গান এরই মধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে। ‘তুই কি আমার হবি রে’ গানটি ইউটিউবে দেখা হয়েছে তিন কোটির বেশিবার। ‘বিশ্বসুন্দরী’ দেশব্যাপী পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।