সোমবার, আগস্ট ১৮, ২০২৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাড. সাহারা খাতুনের মৃত্যুতে শিক্ষা শ্রম বন ও পরিবেশ রক্ষা সোসাইটি সভাপতির শোক

আপডেট:

নিজস্ব প্রতিনিধি,
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ ক‌রে‌ছেন রাঙামাটি জেলা রাজস্থলী কমিটি শিক্ষা শ্রম বন ও পরিবেশ রক্ষা সোসাইটি সভাপতি, ও মানবাধিকার কর্মী চাইথোয়াইমং মারমা।

শোকবার্তায় চাইথোয়াইমং মারমা বলেন,বরেণ্য ত্যাগী নেত্রী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন আজীবন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করে গেছেন এবং আওয়ামী লী‌গের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনীসহ সব ধরনের সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন। তিনি আমৃত্যু সৎ ও ন্যায়-পরায়ন নিষ্ঠার সাথে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রী এবং সৎ যোগ্য নেতাকে হারালো কোন দিন পূরণ হবেনা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তিনি বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি (৭৭)।বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২০) প্রায় দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টা ৪০ মিনিটে দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের জ্ঞানী গুণী পেশা জীবি মহলরা শোক প্রস্তাব করেন। তাঁহার বিদেহী আত্তা শান্তি কামনা করছি। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত