নাজমুল হাসান, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকায় সাপের কামড়ে মারা গেছেন আড়াই বছর বয়সী এক শিশু। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম আরাবি। ওই এলাকার মোবারক আলী মুহুরী বাড়ির প্রবাসী আলতাফ হোসেনের ছেলে। সৈয়দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের মাঝে খেলা করছিল দুই শিশু। তখন আরাবিকে একটি সাপ কামড়ে দেয়। এরপর মাকে হাতে কামড় দেওয়ার অংশ দেখায় সে।
পরে পরিবারের লোকজন দ্রুত তাকে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে ফোজদারহাট বিআইটিআইডি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।