সোমবার, আগস্ট ১৮, ২০২৫

সাংসদ মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট:

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাসদ নেতা মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

ভারতের বেঙ্গালুরের নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাদল।

এদিকে, মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আরো শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত