শনিবার, আগস্ট ১৬, ২০২৫

সাংবাদিক আতাউল হাকিম আর নেই

আপডেট:

সাংবাদিক আতাউল হাকিম আর নেই

প্রতিনিধিঃ আল আমিন,চট্টগ্রাম।

চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক আতাউল হাকিম ইন্তেকাল করেছেন(ইন্না…রাজিউন)।মঙ্গলবার(৩০জুলাই) রাতে বেসরকারি হাসপাতাল সিএসসিআরএ শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাকত তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। জীবদ্দশায় মরহুম আতাউল হাকিম চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন(সিইউজে)’র সভাপতি ছিলেন।মরহুমের নামাজে জানাজা বুধবার(৩১জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হবে।বাদে আসর রাউজানের সুলতানপুরে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি দৈনিক আজাদী এবং সর্বশেষ দৈনিক পূর্বকোণে দীর্ঘ ৩২ বছর সাংবাদিকতা করেছেন।

বিজ্ঞাপন

সাংবাদিক আতাউল হাকিমের মৃত্যুতে বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ) ও বিএনএনিউজ২৪.কম এর সম্পাদক মিজানুর রহমান মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন,চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসীন কাজী শোক প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত