সোমবার, আগস্ট ১৮, ২০২৫

সাংবাদিকদের নিরাপত্তার জন্য সুরক্ষা আইন প্রনয়নের দাবি।

আপডেট:

সাংবাদিকদের নিরাপত্তার জন্য সুরক্ষা অাইন প্রনয়নের দাবি

পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএমএসএফের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: আবদুল হাকিম রানা। এতে সাধারণ সম্পাদক কায়ছার ইকবাল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা সহসভাপতি এড দেলোয়ার হোসেন, সাংবাদিক আবদুর রাজ্জাক, এম মহিউদ্দীন চৌধুরী, আবদুল হামিদ, এসএম রাশেদ, কাজী আয়শা ফারজানা, মো: আলী রাশেদ, মো: সাইফুল ইসলাম, তুষার আহমদ কায়ছার, মো: আজীমুশ শানুল, আরফাত হোসেন, কামরুল ইসলাম মোস্তফা, ফয়সাল চৌধুরী, মো: শহিদুল ইসলাম, মো: কমুরুদ্দীন, সৈকত দাশ ইমন, ইসমাইল হোসেন শোহাগ, মো: এরশাদ, আবদুল ওহাব প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক। তাদের বলিষ্ট লেখনির মাধ্যমে দেশ ও সমাজ এগিয়ে যাচ্ছে। যা আগামীতেও অব্যাহত রাখতে হলে সাংবাদিকদের নিরাপত্তার জন্য সুরক্ষা আইন প্রনয়ন করতে হবে। সেই সাথে বোয়ালখালি উপজেলা সাধারণ সম্পাদক কাজী আয়েশা ফারজানার পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা বিধানের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়। এবং এ সংক্রান্তে একটি উপ-কমিটি গঠন করা হয়। এছাড়াও ৩১শে আগষ্ট কেন্দ্রীয় কর্মসূচির আওতায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও কেন্দ্রীয় বৈঠক সফল করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত