বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

সম্ভাবনা জাগিয়েও পারলেন না তামিম

আপডেট:

তাহমিদ লিয়াম,
করোনা মহামারী আকার ধারণ করার কারণে গত মার্চ মাসে পিএসএলের কোয়ালিফায়ার রাউন্ড মাঠে গড়াতে পারেনি। তাই ১৪ নভেম্বর থেকে আবারও শেষ ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নেয় আয়োজকরা। আসরের অন্যতম দল লাহোর কালান্দার্সের অজি মারকুটে ওপেনার ক্রিস লিন ইঞ্জুরিতে পড়লে তারা দলে নেয় চট্টগ্রামের তামিম ইকবালকে।

গতকাল করাচিতে হওয়া ১ম এলিমিনেটর ম্যাচে তার দল জিতলেও হতাশ করেছেন তামিম। আগে ব্যাট করে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে পেশোয়ার জালমি। শোয়েব মালিক করেন ৩৯ রান, ফাফ দু প্লেসিসের ব্যাট থেকে আসে ৩১ এছাড়া দক্ষিণ আফ্রিকান রিক্রুট হার্ডাস ভিলিয়ন শেষদিকে মাত্র ১৬ বলে ৩৭ রানের একটি ক্যামিও খেলে স্কোর ১৭০ পর্যন্ত নিয়ে যান। লাহোরের পেসার দিলবার হুসেইন নিয়েছেন ৩৩ রানে ৩ উইকেট এছাড়া শাহীন শাহ আফ্রিদি, ডেভিড উইজি এবং হারিস রউফ নিয়েছেন ২টি করে উইকেট।

বিজ্ঞাপন

জবাবে ফখর জামানের সাথে ইনিংস ওপেন করতে নেমে শুরুটা দূর্দান্তই করেছিলেন তামিম। মাত্র ১০ বলে ২টি ৪ ও ১টি ছক্কায় ১৮ রান করে দিচ্ছিলেন একটি ঝোড়ো ইনিংসের পূর্বাভাসই। কিন্তু পেশোয়ারের ইংলিশ পেসার সাকিব মাহমুদের বল ইমাম-উল-হকের হাতে ক্যাচ দিয়ে সেই সম্ভাবনা উড়িয়ে দেন তামিম।

এতে অবশ্য তার দলের জয় পেতে কোন সমস্যাই হয়নি। অভিজ্ঞ মোহাম্মদ হাফিজের ৪৬ বলে ৭৪* রানের ইনিংসের কল্যাণে ৫ উইকেটের জয় পায় লাহোর। পেশোয়ারের ইংলিশ পেসার সাকিব মাহমুদ নিয়েছেন ৪১ রানে ৩ উইকেট। এবং এই হারে টুর্নামেন্ট শেষ জালমির৷

বিজ্ঞাপন

আর আজকেই ২য় এলিমিনেটর ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামবে লাহোর কালান্দার্স। জয়ী দল খেলবে করাচি কিংসের বিপক্ষে ফাইনালে।

করোনাভাইরাসে আক্রান্ত না হলে আজ বাংলাদেশি ভক্তরা তামিম-মাহমুদউল্লাহ লড়াই দেখতে পারতেন। কেননা ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ইঞ্জুরিতে ছিটকে গেলে রিপ্লেসমেন্ট হিসেবে তারা নেয় টাইগারদের টি-টোয়েন্টি দলের অধিনায়ক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। কিন্তু পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হলে পিএসএল থেকে ছিটকে যান রিয়াদও। তার বদলে জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেলরকে দলে নিয়েছে মুলতান সুলতানস৷

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি এর আগেও পিএসএলের চ্যাম্পিয়ন হয়েছিল আর এবার এরা সবাই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় নতুন এক চ্যাম্পিয়ন পাচ্ছে আসরটি। কেননা করাচি কিংস কিংবা লাহোর কালান্দার্স ও মুলতান সুলতানস এর আগে কখনোই শিরোপা জিততে পারেনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত