নিজস্ব সংবাদদাতা,
জন্মের পর থেকে মানুষ কাঠের ব্রিজ দিয়ে যাতায়াত করতো, ভোগান্তির কমতি ছিল না মুছাপুর ৪নং ওর্য়াড বাসিন্দাদের।
কপাল খুলেছে এইসব এলাকার মানুষ দের।
এাণ মন্রণালয় কতৃক ৪টি ব্রিজ প্রদান করা হয় মুছাপুর ১১ নং ইউনিয়ন পরিষদে। আজিজিয়া সড়কে ২টা, সিকদার সড়ক
ও গুরুদাস সড়কে ১টা করে ব্রিজ নির্মানের কাজ শুরু হয়েছে । যার ফলে বর্ষা মৌসুমে বিপাকে পড়তে হবে না এলাকার মানুষদের।
আরো বেশ কয়েকটি সড়কের নির্মাণ কাজ চলছে এবং কয়েকটি সড়ক টেন্ডারের আওতায় রয়েছে কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে জানান মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম।
তিনি আরো বলেন কাবিল খায়ের মাধ্যমে ৪টি সড়ক দিয়েছেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। তোফায়েল আহমেদ সড়ক, খুশি নামক সড়ক, বেলা নামক সড়ক, নূর উল্লাহ সড়কের বরাদ্দ দেওয়া হয়েছে কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।
চারটি ব্রিজ উপহার পেয়ে খুশি ভুক্তভোগী ৪নং ওয়ার্ডের বাসিন্দারা। অতি দ্রুত কাজ শেষ করার জন্য জোর দাবি জানান এলাকাবাসী।
স্কুল কলেজের শিক্ষাথীদের ও এলাকার সাধারণ মানুষের দূর্ভােগ কমে আসবে আশা এলাকাবাসীর