ইলিয়াছ সুমন,
সন্দ্বীপ আওয়ামী যুবলীগ কে জড়িয়ে সন্দ্বীপের একটি আঞ্চলিক পত্রিকায় মিথ্যে বানোয়াট উদ্দেশ্য প্রনোদিত আপত্তি জনক সংবাদে প্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগ।
আজ ৬ মার্চ সন্দ্বীপ উপজেলাস্থ সন্দ্বীপ ভবনে আয়োজিত সংবাদ সন্মেলনে উপজেলা যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান বলেন সন্দ্বীপের আঞ্চলিক পত্রিকা সাপ্তাহিক সজাগ সন্দ্বীপ চলতি সংখ্যায় প্রচারিত কিছু দিন পুর্বে অস্বাভাবিক ভাবে খুন হওয়া সৌরভ নামে এক যুবককে ঘিরে একটি সংবাদের শিরোনাম “যুবলীগ নেতার ঘরে সৌরভের মোবাইল” সংবাদটি আমাদের দৃষ্টিগোছর হয়েছে।তাতে প্রতিবেদক অাবু রায়হান তানিম উল্লেখ করেছেন যে গ্রেফতার হওয়া যুবলীগ নেতা ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে তার ঘরে অভিযান চালিয়ে নিহত সৌরভের মোবাইল পুলিশ ফারুকের ঘর থেকে উদ্ধার করেছে।তাই আমাদের প্রশ্ন হলো কোন ব্যক্তি অন্যায় বা অপরাধের সাথে যুক্ত থাকতে পারে তাই বলে তার জন্য পুরো সংগঠনকে দায়ী করে সংবাদ প্রচার সংগঠনকে কলংকিত করার সামিল। কারন ব্যক্তির অপরাধের জন্য সংগঠন দায়ী নয়। এছাড়াও কাউকে কোন সংগঠনের কর্মী হিসেবে অভিযুক্ত করতে হলে সে সংগঠনের প্রধানের বক্তব্য নেওয়া একান্তই জরুরি। কিন্তু প্রতিবেদক কোন বক্তব্য না নিয়ে সংগঠনকে দায়ী করে সংবাদ প্রচার কোন নিয়মের মধ্যে পড়েনা। তাই এই সংবাদ প্রচারের জন্য আমরা তীব্র নিন্দা জানাই। এমনিতে আমাদের সংগঠনে কোন অপরাধীর স্থান নেই। আমরা জন নেত্রীর নিদ্দেশে সংগঠনকে কলংকমুক্ত রাখার জন্য ঢেলে সাজানোর পরিকল্পনা করছি।তাই আমাদের পুরো সংগঠনের কার্যক্রমকে প্রশ্ন বিদ্ধ করার জন্য এ সংবাদ প্রচার একধরনের হীন প্রচেষ্টা। অন্যদিকে ফারুকের অপরাধ এখনো প্রমানীত হয়নি এতোদিন পরে ফারুকের ঘর থেকে মোবাইল উদ্ধার একটি সাজানো ঘটনা এবং এই সাজানো ঘটনার সাথে সন্দ্বীপ থানার পুলিশরাও জড়িত। তারা একটি পক্ষ দ্বারা প্রভাবিত হয়ে মামলাটিকে সম্পুর্ন ভুল দিকে পরিচালিত করছে। তাই আমরা পত্রিকা কর্তৃপক্ষের সাথে সাথে প্রশাসনের প্রতিও নিন্দা জ্ঞাপন করছি।তবে যে কেউ অপরাধী প্রমান হলে তার শাস্তি হউক সেটা আমরাও চাই।
উক্ত সংবাদ সন্মেলনে পৌরসভা যুবলীগের সভাপতি শাকিল উদ্দিন খোকন সন্দ্বীপ উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ ইসমাঈল, দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাব উদ্দিন,মোঃ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ,সহ সম্পাদক ফাহেদুল আবেদিন,ত্র ান সম্পাদ জাফর ইসলাম,মোঃ দিদারুল আলম,মাহবুবুল আলম নওশাদ,ইলিয়াস সুমন,দেলোয়ার খান সোহাগ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সাংবাদিক দের মধ্যো উপস্হিত ছিলেন সন্দ্বীপ প্রেসক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, সন্দ্বীপ প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক ইলিয়াছ কামাল বাবু, সন্দ্বীপ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, বিজয় টিভির সন্দ্বীপ প্রতিনিধি ইসমাইল হোসেন মনি ও সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাব সাধারন সম্পাদক ইলিয়াছ সুমন প্রমুখ ।