শনিবার, আগস্ট ১৬, ২০২৫

সন্দ্বীপে রূপালী লাইফ ইনসিওরেন্স কোং লিঃ এর খাদ্য সামগ্রী বিতারণ

আপডেট:

ইলিয়াছ সুমন, সন্দীপঃ
সন্দ্বীপে রূপালী লাইফ ইনসিওরেন্স কোং লিঃ সন্দ্বীপ সার্বিস সেল এর উদ্যোগে করোনা প্রভাবে কর্মহীন, অসহায়, দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন।

আজ ৫ এপ্লিল ২০ কোম্পানির কার্যালয়ে উপজেলা কমপ্লেক্স সন্দ্বীপ টাওয়ারে বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়, উক্ত ত্রান বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে খাদ্য সামগ্রী বিতারণ করেন নৌ পরিবহণ মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য চট্টগ্রাম ৩ সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা এমপি এসময় ত্রান বিতারন কালে উপস্হিত ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ শেখ শরিফুল আলম, সন্দ্বীপ উপজেলা আ. লীগের সাধারন সম্পাদক মাইনউদ্দীন মিশন, মগধরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আ. লীগ নেতা আলাউদ্দীন বেদন, মশিউর রহমান বেলাল, কোম্পানির ডিস্টিক কো- অডিনেটর আ.লীগ নেতা ওমর ফারুক, শাহ আকবর হেলাল, হারামিয়া ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক জসিম উদ্দীন, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান, সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাব সাধারন সম্পাদক ইলিয়াছ সুমন, সন্দ্বীপ উপজেলা যু্বলীগ সদস্য মোঃ সুমন, কোম্পানির এস এ ভিপি আমিনুর রসুল, কোম্পানির ডিএভিপি সোলাইমান মেহদী, কোম্পানির ডিভিসি আনোয়ার হোসেন, কোম্পানির আরসি জাকের হোসেন, কোম্পানির আরসি নুরুল আমিন, কোম্পানির আরসি আবদুল আলিম, কোম্পানির ডিসি রাহেনা বেগম, কোম্পানির প্রশাসনিক কর্মকতা মোঃ নাঈম, প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত