ইলিয়াছ সুমন, সন্দ্বীপঃ
করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের নিন্ম আয়ের মানুষ যারা কর্মহীন হয়ে সংসার নির্বাহে হিমশিম খাচ্ছেন তাদের সহায়তায় সরকারী বরাদ্দের নগদ টাকা ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্বাবধানে সারা সন্দ্বীপের ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ১৫০০ সুবিধাভোগী পরিবারের মাঝে পর্যায়ক্রমে নগদ ১লক্ষ টাকা এবং ১৫ ম্যাট্রিক টন চাউল বিতরন করা হচ্ছে।
সোমবার বিকালে রহমতপুর ও মুছাপুর ইউপি কমপ্লেক্স ভবনে ইউএনও বিদর্শী সম্বৌধি চাকমা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে এ সহায়তা তুলে দেন।
এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাঈল, ইউপি চেয়ারম্যান মাস্টার ইলিয়াছ খান, আবুল খায়ের নাদিম সহ ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা কার্যালয়ের বরাদ্দকৃত কর্মসূচির ১লক্ষ টাকা অনুদানের আওতায় ৫০০ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি চাউল,১কেজি ডাল,৫০০গ্রাম লবন,আধা লিটার তেল,৫০০গ্রাম সাবান এবং ১৫ ম্যাট্রিক টন চাল বিতরনের আওতায় ১০০০ পরিবারের মাঝে শুধু জনপ্রতি ১০ কেজি চাল বিতরন করা হচ্ছে।
মঙ্গলবার গাছুয়া ইউনিয়নে এবং বুধবার হারামিয়া ইউনিয়নে এ ত্রান বিতরন করা হয়।