ইলিয়াছ সুমন, সন্দ্বীপ:
কমিউনিটি বেইজড হেলথ কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম গতিশীল করার লক্ষে স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্টান আজ ২৯ সেপ্টেম্বর ১৯ সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকতা ডাক্তার ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চোয়াম্যান মাষ্টার শাহাজাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকতা নুরুল হুদা।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ডাক্তার মোঃ শাহাজাহান, মুছাপুর ইউপি চোয়াম্যান আবিল খায়ের নাদিম, আজিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ সহ বিভিন্ন ইউপির জনপ্রতিনিধি বৃন্দ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকতা বৃন্দ ও উপজেলা কমিনিউটি প্রোভাইডর।