সোমবার, আগস্ট ১৮, ২০২৫

সন্ত্রাসী হামলায় আহত ইসমাইল হোসেন শিমুলকে দেখতে গেলেন মেয়র।

আপডেট:

আল আমিন, চট্টগ্রামঃ

সন্ত্রাসী হামলায় আহত ইসমাইল হোসেন শিমুলকে দেখতে গেলেন মেয়র। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শিমুলকে দেখতে গেলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বিজ্ঞাপন

আজ দুপুরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়্যালিটি বিভাগে চিকিৎসা ধীন আহত শিমুলকে দেখতে গেলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। মেয়রকে দেখে চিকিৎসাধীন শিমুল ও তার স্বজন,সহকর্মীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। মেয়র এসময় তার চিকিৎসার খবরাখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এসময় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, সাবেক জিএস জাফর আলম রবিন,বর্তমান ভিপি আব্দুল খালেক সোহেল,অসীক দত্ত, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল,সাবিহা সুলতানা,জেসমিন,ইরফানুল হক চৌধুরী, মোহাম্মদ রাসেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত