বুধবার, আগস্ট ১৩, ২০২৫

সড়ক হোক নিরাপদ মৃত্যুর নয়!

আপডেট:

শাহেদ চৌধুরী, চট্টগ্রাম ট্রিবিউন:
সময় তখন বেলা ১২ টার কাছাকাছি নগরীর ২ নম্বর গেইট এলাকায় Youth Wing Of Jaago Foundation কয়েকজন সেচ্ছাসেবী তরুণ তরুণীদের দেখা যায় হাতে ফেস্টুন নিয়ে দাড়িয়ে আছে।মনে হচ্ছে ওরা একাই একশ জনের সমান। প্রচার করে যাচ্ছে বাংলাদেশের ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করে যাচ্ছে রাস্তা পারাপারের সময় সর্তক হওয়ার।

আবার কিছু সাধারণ জনগণ কে পড়িয়ে দিচ্ছে I Am a Responsible citizen লিখা বেইজ। দেশে প্রতি নিয়ত সড়ক দুর্ঘটনায় কত মানুষ মারা যাচ্ছে তার হিসাব সহজে কিন্তু পাওয়া মুশকিল। কিন্তু এই ফাউন্ডেশনে তরুণ তরুণী চেষ্টা করছে এসব বিষয় তুলে ধরার।

বিজ্ঞাপন

এভাবে যদি নিজ উদ্যোগে প্রত্যেক মানুষ এগিয়ে আসে তাহলে হয়তো সড়ক দুর্ঘটনার হার কমে আসবে বলে মনে করেন সচেতন নাগরিকগণ। আমরাও চাই সড়ক হয় নিরাপদ মৃত্যুর নয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত