সোমবার, আগস্ট ১৮, ২০২৫

শেখেরখীলে সাংসদ মোস্তাফিজের ব্যাক্তিগত তাহবিল হতে ইফতার সামগ্রী বিতরণ

আপডেট:

মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালীঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে চট্টগ্রাম-১৬ বাঁশখালী উপজেলার সাংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যাক্তিগত তহবিল হতে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব-অসহায় ও মহামারী করোনা ভাইরাস (Covid-19) এর কারনে দিনমজুর যারা বেকার রয়েছে তাদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির বক্তিগত ও পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন, বাঁশখালী ৭ নং সরল ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য জনাব রশিদ আহমদ, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান তালুকদার, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা আল আনচারী, মোস্তাফিজুর রহমান রানা, সাবেক ছাত্রনেতা আবদুল মান্নান, সাকিব সহ উপজেলা ও শেখেরখীল ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এসময় রশিদ আহমদ বলেন, এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর উদ্যেগে পুরো বাঁশখালী ব্যাপী মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে কেউ যাতে অনাহারে না থাকে সে বিষয়ে সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এবং আসন্ন মাহে রমজান উপলক্ষে গরীব-অসহায় মানুষের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ বাঁশখালী উপজেলার প্রতিটি ইউনিয়নে চলবে। খাদ্যের অভাবে যাতে কেউ অনাহারে না থাকে বাঁশখালীতে সেজন্য ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ চলছে এবং সামনেও চলবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত