সোমবার, আগস্ট ১৮, ২০২৫

শীত মৌসুমে পুরনো রূপে চিরচেনা কক্সবাজার সমুদ্র সৈকত

আপডেট:

আবদুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
করোনার দ্বিতীয় অধ্যায়ে পুরনো রূপে মেহমানদের বরণ করে নিচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার । শীতের মৌসুমে সৈকতে ভিড় করতে শুরু করেছে পর্যটকসহ স্থানীয় দর্শনার্থীরা। আর ঘুরতে এসে অনেকে মানছেন না স্বাস্থ্যবিধি। তবে সৈকতের প্রতিটি পয়েন্টে স্বাস্থ্যবিধি মানার জন্য প্রচারণাসহ মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ।

করোনার কারণে সমুদ্র সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। যার কারণে পর্যটকশূন্য ছিল সৈকত। কিন্তু শীতের মৌসুমে সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞায় আনা হয়েছে শিথিলতা। তাই পুরনো রূপে ফিরতে শুরু করেছে চিরচেনা সৈকত। সৈকতের প্রতিটি পয়েন্টে ভিড় করতে শুরু করেছেন পর্যটকসহ দর্শনার্থীরা।

বিজ্ঞাপন

দীর্ঘসময় ঘরবন্দী মানুষগুলো সৈকত দেখতে পেয়ে দারুণ উচ্ছসিত। সৈকতে প্রবেশে শিথিলতা আসলেও পুরাপুরি খোলা রয়েছে হোটেল মোটেল, রেস্তোরা ও বার্মিজ দোকান। অন্যদিকে, দর্শনার্থীদের আগমনে দারুণ খুশি সৈকতের ফটোগ্রাফার ও বিচবাইক চালকরা।

বিজ্ঞাপন

করোনার কারণে সৈকতের প্রতিটি পয়েন্টে স্বাস্থ্যবিধি মানাতে চলছে ট্যুরিস্ট পুলিশের প্রচারণা ও মাইকিং। সৈকতে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে যেন বিচে অবস্থান করতে পারে এজন্য আমরা ব্যাপক প্রচারণার ব্যবস্থা করেছি। আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সজাগ রয়েছি আমরাসহ পর্যটকদের নিরাপত্তায় নিশ্চিতে দায়িত্বরত সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত