সোমবার, আগস্ট ১৮, ২০২৫

শিক্ষা প্রতিষ্ঠান ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ

আপডেট:

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় ৩ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানায় মন্ত্রণালয়।

এতে বলা হয়, মহামারী করোনার কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এ সিদ্ধান্ত বহাল থাকবে। তবে ছুটি শেষে ক্লাস ও পরীক্ষা শুরু হবে কি না তা এখনো নিশ্চিত করা হয়নি।

বিজ্ঞাপন

এরআগে গত ২৯ জুলাই করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত জানায় সরকার। এর আগে সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় ১৮ মার্চ থেকে দফায় দফায় ছুটি বাড়িয়ে ৬ আগস্ট পর্যন্ত করা হয়।

©Independent Tv

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত