আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ ও বার আউলিয়া ডিগ্রি কলেজ এবং আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,৬৪ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের লোহাগাড়া উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়। নবনির্বাচিত কমিটিতে স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মোঃমামুন, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম মোক্তার।