সোমবার, আগস্ট ১৮, ২০২৫

লোহাগাড়ায় মহানগর ছাত্রদল নেতা হামিদ সংবর্ধিত

আপডেট:

নিজস্ব সংবাদদাতা, লোহাগাড়া:
উপজেলা ছাত্রদলের উদ্যোগে বটতলী মোটর স্টেশনে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ হোসেন হামিদকে গত ২৫ ডিসেম্বর সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী শোয়াইবুল ইসলাম শোয়াইব, ইলিয়াস খান, মোহাম্মদ ইয়াসিন,মোহাম্মদ সাজ্জাদ, আসিফ ভুট্রো, দক্ষিণ জেলা তরুন দলের সহ-সভাপতি মইন উদ্দিন ইমন, বাসু দাস, মোহাম্মদ ফারুক, রাকিব, আরফাত, প্রমুখ।

বিজ্ঞাপন

সংবর্ধিত হামিদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া দেশ ও গণতন্ত্রকে রক্ষা করা যাবে না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বও রক্ষা করা যাবে না। অবস্থা বদলে দেয়া ছাড়া কোনো উপায় নেই। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকারকে সরাতে হবে। গণতান্ত্রিক আন্দোলনই হচ্ছে আমাদের একমাত্র পথ। তাই গোটা ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার জন্য সবাই সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।

সব ছাত্রসংগঠনগুলোকে একখানে আনার চেষ্টা করি। আরেকবার গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুদ্ধ করতে হবে আমাদের। তাই আসুন সব ভেদাভেদ ভুলে রাজপথে কঠিন প্রতিরোধে এই স্বৈরশাসকের পতন নিশ্চিত করি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত