এম এ সাত্তার, কক্সবাজার:
সেবামূলক সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও নির্বাচিত সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠান 2020 সম্পন্ন করা হয়েছে।
জনাব শহিদুল করিম শহীদের সভাপতিত্বে ৫ ডিসেম্বর শনিবার কক্সবাজার শহরের হোটেল আল গনি গাংচিল কনফারেন্স হল রুমে এক অনাঢ়ম্বর সামাজিক অনুষ্ঠানে কক্সবাজার জেলা, উপজেলা ভিত্তিক কমিটির বিভিন্ন পদবীধারী সকল সদস্য সদস্যাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি সহ সকল অতিথিদের পরিচয় করিয়ে দেয়া হয় এবং পর্যায়ক্রমে আমন্ত্রিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন জেলা ও উপজেলা কমিটির সদস্যরা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান চৌধুরী, চেয়ারম্যান লাভ বাংলাদেশ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি। সংবর্ধিত অতিথি নাসিম আনোয়ার, পরিচালক দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ। বিশেষ অতিথি ফরিদুল মোস্তফা খান সম্পাদক ও প্রকাশক কক্সবাজার বাণী ও জনতার বাণী। বিশেষ অতিথি কফিল মাহমুদ, উপদেষ্টা লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা কমিটি, চেয়ারম্যান এ কে মটরস কক্সবাজার। বিশেষ অতিথি আরফান উদ্দিন সভাপতি চট্টগ্রাম মহানগর কমিটি ও সদস্য লাভ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। সাংবাদিক এম এ সাত্তার, নির্বাহী সদস্য, লাভ বাংলাদেশ ফাউন্ডেশন কক্সবাজার জেলা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার আহবায়ক মোঃ শহীদুল্লাহ। উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা ভিত্তিক কমিটির নেতা কর্মীরা।
দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক সংবর্ধিত অতিথি নাসিম আনোয়ার বলেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার। সোনার মানুষ হল আমাদের ছাত্র, তরুণ কিশোর ও যুব সমাজ। দুর্নীতি দমনে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে অবশ্যই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকার সেবায় এগিয়ে আসতে হবে।
লাভ বাংলাদেশ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী সবার উদ্দেশে বলেন, লাভ বাংলাদেশ ফাউন্ডেশন ৯০ সাল থেকে সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলন চালিয়ে যাচ্ছে। আগামীতেও লাভ বাংলাদেশ ফাউন্ডেশন দুর্নীতির বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরো বেগবান করে তুলবে। এসময় তিনি বলেন, এলাকার ও সমাজের সকলকে সামাজিক কার্যক্রমে অংশ গ্রহণ করে সমাজ সেবায় এগিয়ে আসতে আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সফলভাবে সম্পন্ন করার জন্য সকল কমিটির সদস্য সদস্যা ও শুভাখাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশমাতৃকার জন্য নিবেদিত প্রাণ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে মরহুমদের জন্য দোয়া ও আত্নার মাগফেরাত কামনা করেন।
সভায় আরো বক্তব্য রাখেন, লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আলম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, অর্থ সম্পাদক মোঃ এনামুল হক রনি, সদস্য আবু ছিদ্দিক, মহেশখালী উপজেলা শাখা কমিটির সভাপতি মিজবাহ উদ্দীন, কক্সবাজার শহর কমিটির সভাপতি, জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক শাহীনা আকতার, মিজানুর রহমান মিজান, কক্সবাজার সিটি বিশ্ববিদ্যালয় কলেজের আহবায়ক রায়ান, রামু সরকারি কলেজের আহ্বায়ক আবদুর রহমান প্রমুখ।