কায়সার হামিদ মানিক, উখিয়া:
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের চুরি করতে গিয়ে এক রোহিঙ্গা গৃহিনীকে কান কেঠে গুরুতর জখম করেছে বলে এপিবিএন পুলিশ সুত্রে জানা গেছে।
সুত্রমতে, (বুধবার) সকালে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-১৭ শেডের বেড়া কেটে সংগোপনে পার্শ্ববর্তী মোঃ নবী হোসেন (৪০) এফসিএন ২৮৮১০৯, পিতা-মোঃ ইলিয়াস, ব্লক-এইচ ৯৮, ক্যাম্প-১৭ চুরির উদ্দেশ্যে প্রবেশ করে।
চুর নবী হোসেন ঘরে প্রবেশ করে গৃহিনী রেহেনা বেগম (২০) এর কানের দুল চুরি করার প্রাক্কালে তিনি চোরকে ঝাপটে ধরে ফেলেন। এ সময় চোর নবী হোসেন ঐ ঘরে থাকা ধারালো দা দিয়ে রেহেনা বেগমকে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।
পরবর্তীতে পার্শ্ববর্তী লোকজন এসে গুরুতর আহত রেহেনা বেগমকে উদ্ধার পূর্বক প্রথমে এমএসএফ হাসপাতালে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে।
পুলিশ পরে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে চুর মোঃ নবী হোসেন (৪০)কে গ্রেফতার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর এসপি মোঃ নাইমুল হক।
আটকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে এজাহারসহ উখিয়া থানা প্রেরণ করা হয়ছে।