রবিবার, আগস্ট ১৭, ২০২৫

রিসার্চ ল্যাব চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত হলো বিজ্ঞান সভা!

আপডেট:

সাফায়েত মোরশেদ -নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্টের পক্ষ থেকে চেক হস্তান্তর ও বিষয় ভিত্তিক (বিদ্যুতের অপচয় রোধ) বিজ্ঞান সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ ই অক্টোবর রিসার্চ ল্যাব চট্টগ্রামের প্রধান কার্যালয়ে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সিনিয়র কিউরেটর জনাব সুকল্যান বাছাড়।

বিজ্ঞাপন

অতিথি আলোচক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট এর ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এর ইন্সট্রাক্টর ও এইচ.ও.ডি জনাব প্রকৌশলী মোঃ রেজাউল করিম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে করেন রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক জিনিয়া আফরিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর সদস্যবৃন্দ।

এসময় অতিথি আলোচক জনাব প্রকৌশলী মোঃ রেজাউল করিম বলেন, বিদ্যুৎ অপচয় রোধে সকলকে নিজ নিজ অবস্থান হতে সতর্ক হতে হবে। শিক্ষার্থীদেরকে প্রযুক্তির বিপ্লব ঘটিয়ে বিদ্যুৎ অপচয় রোধের সমাধান করতে হবে। রিসার্চ ল্যাব চট্টগ্রাম সর্বদা প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন করে থাকে তারই ব্যবহার বর্তমানে আমরা দেখছি এই কক্ষে প্রবেশের সময় মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে লোডসমূহ কন্ট্রোল করা হচ্ছে। অপব্যবহার এর কোনো সুযোগ ই নাই। সকলকে এইভাবেই নিজের চিন্তার বিকাশ ঘটিয়ে উদ্ভাবনের আহ্বান জানান।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে প্রতিপাদ্য বিষয় বিদ্যুতের অপচয় রোধকে কেন্দ্র করে জনাব সুকল্যান বাছাড় বলেন, আমাদের মৌলিক চাহিদার মধ্যে বিদ্যুৎ উল্লেখ্য না থাকলেও এটি কোন অংশে মৌলিক চাহিদা থেকে কম নয়।সর্বোপরি আমরা বিদ্যুৎ এর সুফলের কারণেই এগিয়ে যেতে পারছি। বিদ্যুৎ না থাকলে সুষ্ঠুভাবে কার্য সম্পাদনে সমস্যার সৃষ্টি হয় কাজেই বিদ্যুৎ কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কীভাবে যথাযথ ব্যবহার করা যায় তার জন্য আবিষ্কার করতে হবে। রোবটিক্স ও অটোমেশনকে কাজে লাগাতে হবে। বিনা প্রয়োজনে কেউ বৈদ্যুতিক যন্ত্রপাতি চালিয়ে রেখে গেলেও তার জন্য তৎক্ষনাৎ যেন বন্ধ করার পদ্ধতি থাকে তার আবিষ্কার করতে হবে। এছাড়া তিনি এস্ট্রোনমি নিয়েও শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করেন

পরবর্তীতে তিনি রিসার্চ ল্যাব ভিজিট করে ল্যাব কার্যক্রম দেখে বলেন, রিসার্চ ল্যাব চট্টগ্রাম একটি উদ্ভাবনীমূলক ভবিষ্যতের অগ্রদূতগামী বিজ্ঞান ক্লাব। ল্যাবের প্রান্তদ্বার হতেই তাদের উদ্ভাবনের চমৎকার দৃষ্টান্ত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত