বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫

রাশেদ মিয়া চৌধুরী’র কবরে জেলা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ!

আপডেট:

নিজস্ব সংবাদদাতা,
রাঙ্গুনিয়ায় প্রয়াত ছাত্রলীগ নেতা রাশেদ মিয়া চৌধুরীর কবরে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক জোবাইরুল ইসলাম চৌধুরী ও উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসিফুর রহমান চৌধুরী সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ ।

আজ শনিবার (৬ আগষ্ট) বিকালে তারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল চৌধুরী,জেলা যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, জেলা যুবলীগ নেতা মুবিন চৌধুরী,ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খসরু চৌধুরী, ছাত্রলীগ নেতা রিগান চৌধুরী,রোমান তালুকদার, মোঃ তারজেন, আসরাফুল ইসলাম তুহিন, রাশেদ, রাজু, দুলাল, রাজানগর রাণীরহাট কলেজ ছাত্রলীগ নেতা, মোঃসায়িদ, আসিফ, তানভির,তাওসিদ, সালমান, সাব্বির,আকিব,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ইসলামপুর ইউনিয়ন শাখার সভাপতি রিয়াজুল ইসলাম চৌধুরী,সহ সভাপতি সারিফ চৌধুরী, সহ সভাপতি তৌফিক চৌধুরী, সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম চৌধুরী অভি,যুগ্ন-সাধারণ সম্পাদক ছমির উদ্দীন বাবু, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ রাফি,সাংগঠনিক সম্পাদক আরফাত, আকাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০১২ সালের ১২ আগস্ট শনিবার রাত পৌণে ১২টার দিকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে রাশেদকে কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত রাশেদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। রাশেদ মিয়া চৌধুরী উত্তর জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত