এম.মোবারক হোসাইন, কক্সবাজার:
কক্সবাজার জেলার রামু উপজেলাধীন গর্জনিয়া ইউনিয়নের একমাত্র শহীদ মিনারটি দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্তায় ছিল।বিজয়ের মাসে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক গর্জনিয়ার মেধাবী ছেলে ইব্রাহীম খলিল শহীদ মিনারটি সংস্কার করেন।ছাত্রলীগ নেতা ইব্রাহীম খলিল বলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান ভাই আমাদের নির্দেশ দিয়েছেন ইতিবাচক কাজ করার জন্য।তারই অংশ হিসেবে আমি কাজ করে যাচ্ছি।
এদিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের সম্মুখে শহীদ মিনারটি দীর্ঘদিন ধরেই অযত্ন, অবহেলায় পড়ে ছিল।২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস ও স্বাধীনতা দিবস এলেই শুধু ওই দিনগুলোতে এটি পরিস্কার পরিচ্ছন্ন করে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হতো।বিপরীতে সারাবছর ঐ শহীদ মিনারটির কোনো খোঁজ রাখতেন না কেউ।
গত পহেলা ডিসেম্বর উক্ত শহীদ মিনারটি নিয়ে চট্টগ্রাম ট্রিবিউন’এ একটি প্রতিবেদন প্রকাশিত হলে ছাত্রলীগ নেতা ইব্রাহীম খলীলের দৃষ্টিগোচর হয়। সেই প্রতিবেদনের ফলপ্রসূ হিসবে উক্ত শহীদ মিনারটি নতুন জীবন খুঁজে পায়৷
স্থানীয় গণ্যমান্য লোকজনের কাছে এ ব্যপারে জানতে চাইলে তারা চট্টগ্রাম ট্রিবিউনকে বলেন, এখানে কেউ কেউ দাড়িয়ে প্রস্রাব ও করতো।এই শহীদ মিনারটি ভাষা শহীদদের মর্যাদা রক্ষায় বেশ কিছুদিন ধরে আমরা সংরক্ষণের দাবি জানিয়ে আসছি কিন্তু কেউ এগিয়ে না আসলেও এলাকার মেধাবী ছেলে ইব্রাহীম খলিল নিজ উদ্যোগে নিজ অর্থায়নে এগিয়ে আসার জন্য আমরা তাকে সাধুবাদ জানাই।