স্টাফ রির্পোটার:
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যােগে ২১ইং অক্টোবর বুধবার দুপুর ১২ টায় রাজস্থলী বাজারে এক ভ্রাম্যমান অাদালত উপজেলা নির্বাহী অফিসার মো:শেখ ছাদেকের নেতৃত্বে পরিচালনা করা হয়। এতে, পরিচালনায় কালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মো: ছাবের অাহাম্মদ,থানা অফিসার ইনচার্জ মো: মফজল অাহমদ খান,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান , জান্দুরাম তনচংগ্যা,সহ মোঃ হারুন প্রমুখ।
সচেতন নাগরিক সকলে ভেজাল মেয়াদঊর্তীণ পণ্য বিরুদ্ধের প্রশাসন কে সহযোগিতায় হাত বাঁড়ান। এলাকায় ভেজাল বিরোধী,পঁচা মাছ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর মোবাইল কোর্ট পরিচালনায় করা হয় বলে নির্বাহী অফিসার মো: শেখ ছাদেক সাংবাদিককে জানান।