বুধবার, আগস্ট ১৩, ২০২৫

রাজস্থলী প্রেস ক্লাবের পূর্নাঙ্গ কমিটিতে সভাপতি আজগর আলী খান ও সাধারণ সম্পাদক চাইথোয়াইমং মারমা

আপডেট:

স্টাফ রির্পোটার:
রাংগামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শনিবার প্রেস বিজ্ঞপ্তি তে নির্বাচিত সভাপতি মো: আজগর আলী খান প্রতিবেদককে বলেন,সকল পূর্ণাঙ্গ কমিটি সদস্য নামের তালিকা প্রেরিত অনুযায়ী প্রকাশিত হয়। উক্ত পূর্ণ কমিটি সাত বিশিষ্ট সদস্য সন্মতিক্রমে ২ বছর মেয়াদ পর্যন্ত পরিচালিত হবে।

রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের পূণার্ঙ্গ কমিটি পদবী প্রতিষ্ঠান ও নামের তালিকা নিন্মে দেয়া হল:

বিজ্ঞাপন

১. মো: আজগর আলী খান -সভাপতি – দৈনিক যায়যায়দিন,
২.চাউচিং মারমা সিনিয়ার সহ-সভাপতি – দৈনিক সুপ্রভাত
৩.চাইথোয়াইমং মারমা সাধারণ সম্পাদক, জাতীয় রুপান্ত র বাংলা
৪.মো: কাইয়ুম হোসেন মিরাজ, সাংগঠনিক সম্পাদক – দৈনিক আমার সংবাদ
৫.মো: আয়ুব চৌধুরী – অর্থ সম্পাদক , দৈনিক সাঙু
৬.নুসরাত জাহান নিশু- কার্য্যকরী সদস্য, হিল রির্পোটনিউজ ২৪.কম
৭.সানুমং মারমা কার্য্যকরী সদস্য – রুপান্তর বাংলা

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত