বুধবার, আগস্ট ১৩, ২০২৫

রাজস্থলীর সীমান্ত সড়কে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট:

স্টাফ প্রতিনিধি :
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে সোহেল নামক এক নির্মান শ্রমিকের লাশ উদ্বার করেছে রাজস্থলী থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায় দীর্ঘদিন ধরে রাজস্থলী উপজেলা হতে ফারুয়া হয়ে সীমান্ত সড়কের রোডের কাজ চলছে।

রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা একজন শ্রমিকের লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে সাথে সাথে অামি ফোর্স পাইঠায়া লাশ উদ্ধার করে থানায় নিয়ে অাসি। প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে কোন ভারী যানবাহনের সাথে ধাক্কা খেয়ে মাথার তুলি বের হয়ে যায়।

বিজ্ঞাপন

সে নোয়া খালী জেলার উত্তরলামসি গ্রামের কবিরহাট থানার বাসিন্দা মৃত জহজ মিয়ার ছেলে। মৃত সোহেল সীমান্ত সড়কের ঠিকাদার অালমগীরের অধীনে কাজ করছে বলে জানাগেছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরন করা হবে বলে অফিসার ইনচার্জ মফজল অাহমদ খান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত