বুধবার, আগস্ট ১৩, ২০২৫

রাজস্থলীর বাংগালহালিয়া বাজারে জাল টাকাসহ এক ব্যক্তি আটক!

আপডেট:

স্টাফ রির্পোটার,
রাজস্থলী উপজেলা (১ জুন ২১ ইং) সকাল দশটায় বাঙালহালিয়া বাজারে এক ব্যক্তি কয়েক জনকে এক হাজার টাকা নোট ভাংটি দিতে দেখা যায়।

কিছুক্ষণ পর আবার এক মহিলাকে ও সে হাজার টাকার নোট ভাংটি করে দেয়, এর পর সেই মহিলা টাকা নিয়ে দোকানে গেলে দোকানদার বলে এটাতো জাল টাকা নোট।

বিজ্ঞাপন

আপনি পেলেন কোথায় মহিলা সাথে সাথে চন্দ্রঘোনা থানার অধীনে বাংগালহালিয়া পুলিশ ক্যম্পের আইসিকে সাথে নিয়ে লোকটিকে হাতেনাতে জাল নোট সহ ধরিয়ে দেয়।

পুলিশ সুত্রে জানা যায়, লোকটির নামঃ সাগর, পিতাঃ শাহআলম, গ্রামঃ হেয়াকো, থানাঃ ভুজপুর, উপজেলাঃ ফটিকছড়ি, জেলাঃ চট্রগ্রাম।

বিজ্ঞাপন

বাংগালহালিয়া পুলিশ ক্যাম্পের আইসি কামরুজ্জামান প্রতিবেদককে জানান,সাথে সাথে লোকটিকে আটক করে চন্দ্রঘোনা থানায় প্রেরণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত