বুধবার, আগস্ট ১৩, ২০২৫

রাজস্থলীতে ৪ জন করোনা পজেটিভ সনাক্ত!

আপডেট:

ৰিশেষ প্রতিনিধি:
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় দ্বিতীয় ধাপে প্রথম বারের মত নতুন করে ৪ জন করোনায় অাক্রান্ত হয়েছে। তারা হলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসের কার্যলয়ের নাইট গার্ড মেলাছিং মারমা সহ তার দম্পতি।

বেশ কয় দিন ধরে এ দম্পতি জ্বরে ভুগলে পরে উপজেলা স্বাস্থ্য বিভাগে গিয়ে করোনা পরীক্ষা করান বলে জানিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে অাছেন করোনা অাক্রান্তরা। তাদের জ্বর ছাড়া অার কোন উপসর্গ নেই। তিনি অারো বলেন কারো উপসর্গ দেখা দিলে বা সন্দেহ হলে হাসপাতাল কতৃপক্ষ কে অবগত করলে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের ব্যবস্থা করবো।

তিনি সকল বে স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করতে ও মাস্ক পড়তে বলেন। স্থানীয়দের অভিযোগ হাটে বাজারে মাস্ক ছাড়া ঘুরাফেরা করে স্বাস্থ্যবিধির বালাই নেই।কেউ সচেতন নয়।ফলে দিন দিন করোনা হানা দিচ্ছে। যদি করোনা পরীক্ষা দিলে অসংখ্য শনাক্ত বাড়বে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত